কার্যালয়ে অবরুদ্ধ বুয়েট ভিসি

Slider জাতীয়


আবরার হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুয়েটের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন। আবরার হত্যার প্রায় দুই দিন পর আজ বিকালে কার্যালয়ে আসেন বুয়েট ভিসি। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার কার্যালয়ে বৈঠক করছেন। ভিসি আসার খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ওই ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। আলোচনাকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের পেশ করা আট দফা দাবি মানার ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। সন্ধ্যা ছয়টার পর ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেন। তিনি শিক্ষার্থীদের সব দাবি নৈতিকভাবে মেনে নেয়ার ঘোষণা দেন। বলেন দাবিগুলোর বিষয়ে কিছু আলোচনা করতে হবে।

সব দাবিতো আমি নিষ্পত্তি করতে পারবো না। এরপরই শিক্ষার্থীরা ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। তারা ভিসির সুনির্দিষ্ট ঘোষণা দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *