কালীগঞ্জে নারী দপ্তরি হত্যার মুল আসামি গ্রেফতার

Slider গ্রাম বাংলা

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী দপ্তরি ভেরোনিকা রোজারিও গলা কেটে হত্যার অভিযোগে মোবাইল ফোনসহ রতন কোরাইয়াসহ দুইজনকে গ্রেফতার করেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম জানান। গত ৩০ সেপ্টেম্বর নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকায় দপ্তরির নিজ বাড়িতে এমন লোমহর্ষক হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ছোট ভাই লিউ পালমা বাদী হয়ে পহেলা অক্টোবর বাদী হয়ে ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ভেরোনিকা রোজারিও মৃত সমীর রোজারিও’র স্ত্রী।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম জানান, ভেরোনিকা রোজারিও হত্যা মামলার মুল আসামি রতন কোরাইয়াসহ দুইজনকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনসহ শুক্রবার রাতে আটক করা হয়েছে। নিহত ওই নারী দপ্তরি বাড়িতে একাই বসবাস করতো। প্রায় দশ বছর আগে তার স্বামী মারা যায়। তার ছোট মেয়ে তুলসি রোজারিওকে প্রতিবেশি রতন কোরাইয়া দীর্ঘদিন যাবত নানা কু-প্রস্তাব দিয়ে আসছে। পরে তার মা মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েকে সাথে নিয়ে গত ২৬ সেপ্টেম্ব চট্রগ্রাম তার পিসির বাড়িতে যায়। ২৯ সেপ্টেম্বর রাতে ভেরোনিকা চট্রগ্রাম থেকে কালীগঞ্জে তার বাড়িতে ফিরে আসে। ওইদিন রাতেই তুলসির মাকে মোবাইল ফোনে প্রতিবেশি রতন কোরাইয়া বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। পরেরদিন সকালের দিকে রতন তার সহযোগীদের নিয়ে হত্যার ঘটনাটি ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *