সিলেটের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ

Slider ফুলজান বিবির বাংলা

unnamed-68-1024x623

 

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট : সিলেটের জাফলংয়ে নলজুরী ও গুচ্ছগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদলত অভিযান চালিয়ে ৬টি ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার যন্ত্র ) উচ্ছেদ করেছে।

বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে জাফলংয়ের নলজুরী ও গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চলে। অভিযান চলাকালে সিলেট তামাবিল মহা সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগ, সরকারি খাস ভূমি ও বন বিভাগের যায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপিত ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়। এসময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, তামাবিল বিজিবি’র কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুর রশিদ খন্দকার সহ পুলিশ ও বিজিবিরি অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এব্যাপারে ইউএনও মোঃ সালাহ উদ্দিন জানান মহা সড়কের পাশে সরকারি স্থানে অবৈধভাবে গড়ে উঠা ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। সরকারি যায়গা থেকে ক্রাশার মেশিনসহ অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ধারাবাহিকতা অব্যাহত আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *