ঢাকা: ক্যাসিনো ও দুর্নীতি বিরোধী অভিযান চলবে বলে নেতাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কাউন্সিলের আগে সহযোগী সংগঠনগুলোর কাউন্সিল করার নির্দেশনা দিয়েছেন তিনি। সম্মেলনে আসা নতুন নেতৃত্বে যাতে কোন অনুপ্রবেশকারী আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন শেখ হাসিনা।
সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে অনির্ধারিত বৈঠক করেন। এতে তিনি চলমান অভিযান ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাদের নির্দেশনা দেন।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আগেই সহযোগী সংগঠনগুলোর কাউন্সিলের নির্দেশ দিয়েছেন আমাদের নেত্রী। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযান চলবে। দলের তৃণমূল পর্যায়ের যে কমিটিগুলো হবে, আমাদের দলের মধ্যে যেন কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং নতুন যে কমিটি হবে সেগুলোতে যেন স্থান করে নিতে না পারে সে বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেছেন।