অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় কমিশন—-চাঁপাইনবাবগঞ্জে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম

Slider জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ: িনির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন চায়। আর তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

আজ সোমবার দুপুরে আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়সভায় এমন মন্তব্য করেন।

তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেসব কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনকালে গাফিলতি করবেন তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পাশাপাশি প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এ কে এম তাজকির-উজ-জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. মো. নজরুল ইসলাম, ধানের শীষ প্রার্থী মো. তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. নজরুল ইসলাম, মুন্সি নজরুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শরিফা খাতুন বেবী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *