জি কে শামীম ও খালেদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

Slider অর্থ ও বাণিজ্য জাতীয়

অর্থনৈতিক রিপোর্টার | যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। তার ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, সন্ত্রাসী ও মানি লন্ডারিং বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ এলে বিএফআইইউ তা অনুসন্ধান করে। সম্প্রতি এসব অপরাধে যারা গ্রেফতার হয়েছেন তাদের হিসাবও যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে তাদের হিসাবে টাকা জমা হবে। কিন্তু উত্তোলন করতে পারবে না। অন্যদিকে এনবিআরের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, কোনো ব্যক্তি বা কোম্পানির অনিয়ম নিয়ে যখন মামলা হয় তখন সরকারের সব প্রতিষ্ঠান এক হয়ে কাজ করে। সেক্ষেত্রে এনাবআর বসে নাই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *