রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রতিটি বিদ্যালয়কে চির সবুজে সাজাতে চান যুবলীগ নেতা ব্যারিস্টার মামুন।
(২২ সেপ্টেম্বর রোববার) বেলা ১১ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের পেয়ারা গাছের চারা বিতরণ কালে এসব কথা বলেন।
তিনি বলেন আমাদের নেতা স্থানীয় সাংসদ ইকবাল হোসেন ইতিমধ্যে শ্রীপুরের সংসদীয় এলাকা কে আধুনিক মানবিক উপশহর বাস্তবায়ন করারা ঘোষণা দিয়েছেন এর ধারাবাহিকতায় আমাদের সকল কে যার যার জায়গায় থেকে কাজ করতে হবে।
আর তা করতে পারলে আমাদের এই শ্রীপুর হবে আধুনিক মানবিক উপশহর।
উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন। এসময় ঐ বিদ্যালয়ের ৩০৮ জন শিক্ষার্থীদের মাঝে উন্নত জাতের পেয়ারা গাছের চারা বিতরণ করেন।
তিনি আরো বলেন, আগামী ১ মাসের মধ্যে আমি নিজ উদ্যোগে শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১ টি শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠানের আয়াতন অনুপাতে ফুল-ফল-ঔষধি গাছের বাগানে বাগানে ভরিয়ে দেবো।
স্কুলের শিক্ষার্থীদের মাঝে চার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, ধামলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক শামছুল আলম, ধামলই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল বাতেন পালোয়ান, কাওরাইদ ইউনিয়নের সাবেক সদস্য আলম খানসহ শিক্ষক শিক্ষার্থী।