ঢাকা: বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এতোদিন অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন প্রজ্ঞাপনে তাদের গ্রেড-২ এ পদোন্নতি দেওয়া হলো।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন– শেখ মোহাম্মদ মারুফ হাসান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ব্যারিস্টার মাহবুবুর রহমান, বিশ্বাস আফজাল হোসেন ও মাহবুব হোসেন।
তাদের মধ্যে মারুফ হাসানকে গত ১৬ মে এক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজিপি) হিসেবে চলতি দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছিল। একই প্রজ্ঞাপনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ব্যারিস্টার মাহবুবুর রহমানকেও অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে এই দুই কর্মকর্তার মধ্যে মামুন সিআইডি প্রধান ও মাহবুবুর হাইওয়ে পুলিশের দায়িত্বে রয়েছেন।
এছাড়া গত ২৮ আগস্টে অপর এক প্রজ্ঞাপনে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন ও মাহবুব হোসেনকেও অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দিয়ে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছিল।
এদিকে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।