নির্বাচন কমিশন ভবনে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Slider জাতীয়

ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতরাত ১১টার দিকে আগুন লাগার পর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, রাত ১১টা ৬ মিনিটের দিকে ইসি ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়।

পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভেতরে আগুনের ভয়াবহতা তেমন ছিল না। তবে প্রচুর ধোঁয়া থাকায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ভবনের নিচতলায় রিসিপশন, মিডিয়া সেন্টার, নিরাপত্তা কর্মকর্তার অফিস রয়েছে। এছাড়া নির্বাচন ভবনের বেইজমেন্টে ইভিএম সংরক্ষণের বিশেষ ব্যবস্থার গুদাম ও গাড়ির গ্যারেজ রয়েছে।

ইসি সচিব মো. আলমগীর জানান, মোট ৪ হাজার ৫০০ ইভিএম সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশন ভবনের নিচতলায় কিছু ইভিএম ছিল। তবে কতটি ছিল তা বলতে পারেননি তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু ইভিএমের ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *