কক্সবাজারে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদার। সোমবার মাহবুব আলমকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। তিনি বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলির আদেশাধীন ছিলেন, এখন তার ওই আদেশটি বাতিল করে নতুন নিয়োগ দেয়া হল। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালামকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সংযুক্তি দেয়া হয়েছে। আবুল কালামের বদলি আদেশে বলা হয়েছে, তাকে ৫ই সেপ্টেম্বরের মধ্যে বদলি করা স্থানে যোগ দিতে হবে। অন্যথায় ৫ই সেপ্টেম্বর বিকালে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।