গণতন্ত্রপন্থিদের বিক্ষোভে হংকংয়ে সকল ফ্লাইট বাতিল

Slider বিচিত্র

ডেস্ক: পুলিশি সহিংসতার নিন্দায় হংকং বিমানবন্দর অবরুদ্ধ করে রেখেছে হাজার হাজার গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী। ফলে আজ সোমবার সেখান সব ধরনের বিমানের অবতরণ ও উড্ডয়ন বাতিল করা হয়েছে। হংকং বিমানবন্দর বিশে^র ব্যস্ততম বিমানবন্দরগুলোর অন্যতম।

১৯৯৭ সালে হংকংকে বৃটেন হস্তান্তর করে। তারপর থেকে চীরে শাসনের অধীনে থাকা হংকং এবারই সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। ১০ সপ্তাহ ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পুলিশের ভাষ্যমতে, ৫০০০ এর বেশি বিক্ষোভকারী নানা রকম প্লাকার্ড ও স্লোগান সহ হংকং বিমানবন্দরে গিয়ে সমবেত হন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

যদিও সেখানে আগের তিনদিন বিক্ষোভ হয়েছে। তবে সোমবার বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা বলেছে, বিমানবন্দরে জনসমাবেশের ফলে হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হয়েছে। যেসব ফ্লাইটের চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং যেসব ফ্লাইট এরই মধ্যে হংকংয়ের উদ্দেশে যাত্রা করেছে তারা বাদে সব ফ্লাইট দিনের জন্য বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *