কলকাতার বাণিজ্য মেলায় যোগ দেবেন তোফায়েল

অর্থ ও বাণিজ্য

tofayel_1_banglanews24_775482185ভারতের কলকাতার ‘ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

কলকাতার মিলন মেলা ফেয়ার কমপ্লেক্সে ২৬ ডিসেম্বর বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ভারতের বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মেলার আয়োজন করেছে।

২৭ ডিসেম্বর কলকাতার এমসিসি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ভারত বাংলাদেশ দ্বি-পক্ষীয় সম্পর্ক জোরদারকরণ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন তোফায়েল আহমেদ। ওই দিনই তিনি দেশে ফিরবেন।

মন্ত্রণালয় সূত্র জানান, বাংলাদেশের ৯০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এর ফলে ভারতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধিসহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাণিজ্য মন্ত্রণায়ের তথ্য দেখা গেছে, গত অর্থ বছর ভারত থেকে আমদানি হয়েছে ৬০৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য। একই সময়ে ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৪৫ কোটি ৬৬ লাখ ৩ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য। এ হিসেবে বাণিজ্য ঘাটতি ছিল ৫৫৭ কোটি ৮১ লাখ ৭ হাজার মার্কিন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *