জিসিসির ১০ লাখ টাকার টেন্ডার কাজের মান নিয়ে সর্তক করলেন মেয়র

অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা

 

DSC00264
স্টাফ করেসপন্ডেন্ট
গাজীপুর অফিস:
গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) উন্নয়নে জোন-৫ এলাকার জন্য ৪৭টি প্যাকেজে প্রায় ১০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জোন ভিত্তিক উন্নয়ন প্রকল্পের ধারাবাহিকতার চতুর্থ টেন্ডার প্রক্রিয়া গতকার লটারির মাধ্যমে করা হয়। রোববার নগর ভবনের মিলনায়তনে জিসিসি মেয়ররের উপস্থিতিতে লটারি শুরু হয়। প্যাকেজ ভিত্তিক এ লটারিতে আগ্রহী সকল ঠিকাদারেরা অংশ নেন। লটারি প্রক্রিয়ার শুরুতে ঠিকাদারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জিসিসি মেয়র অধ্যাপক এম এ মান্নান ও জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান মাহমুদ।
উন্নয়ন প্রক্রিয়ার কাজের মান ঠিক রাখার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, আজকে উন্নয়নের যে টেন্ডার হল তা জনগণের টাকা। সুতরাং আপনাদেরকে মানসম্পন্ন কাজ উপহার দিতে হবে। কোনভাবে জনগণের টাকার অপব্যবহার করা যাবে না। সেই সাথে কাজের তদারকিতে নিয়োজিত প্রকৌশলীদের অবহেলায় যদি কাজের মান খারাপ হয়, তাহলে তাদেরও জবাবদিহী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে সিটি মেয়র বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর প্রথম উন্নয়ন কাজ শুরু করেছি। আশা করছি, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশনের পূর্ববর্তী কাজের বিষয়ে তিনি বলেন, আমরা দায়িত্ব নেয়ার আগে গাজীপুর বৃহত্তর পৌরসভা ও টঙ্গী পৌরসভা ১৫০ কোটি টাকার কাজের টেন্ডার দিয়েছে। সেই কাজের কোন ফলাফল আমরা দেখি নাই। টেন্ডারের অল্প কিছু কাজ হলেও আজকে তা আমাদের কাছে দৃশ্যমান হত। উপরন্তু আমরা দায়িত্ব নিয়ে দেখলাম আমাদের ৮০ কোটি টাকা ঋন। এর মধ্যে আমরা ৪৫ কোটি টাকা পরিশোধ করেছি। ইতিমধ্যে আমরা ৬৫ কোটি টাকার টেন্ডার দিয়েছি। আগামী কিছুদিনের মধ্যে আরেকটি টেন্ডারের পরিকল্পনা রয়েছে। এতে জিসিসির নির্বাহী প্রকৌশলী, জোন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *