জামালপুরের সেই ডিসি ও নারীর শাস্তির দাবিতে মানববন্ধন

Slider বাংলার মুখোমুখি


জামালপুর: আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সদ্য ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীর ও ওই সমালোচিত নারী অফিস সহায়কের কঠোর শাস্তি এবং কর্মক্ষেত্রে নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে। জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন নামে একটি সংগঠনের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাংবাদিক শওকত জামান, তরঙ্গ মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ। এ সময় প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন কবি রাজন্য রুহানী।

এ মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার কর্মী, সামাজিক-সাংস্কৃতিক ও নারী সংগঠন কর্মী, সাংবাদিক, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক লোক অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *