শ্রীপুরে ছাত্রলীগ নেতার হাতে স্কুলছাত্রী ধর্ষিত!

Slider নারী ও শিশু


রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগিরসিট গ্রামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষক মিজানূর রহমান উপজেলার কাওরাইদ ইউনিয়নর যোগীরসিট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।সে কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

( ১৮ আগস্ট রোববার) সন্ধ্যায় উপজেলার যোগিরসিট গ্রামে স্কুল ছাত্রীর বাড়ীতে ওই ঘটনা ঘটে।

ধর্ষিতা স্কুলছাত্রী (১৬) একই উপজেলার গলদাপাড়া নেয়ামত আলী উচ্চ বিদ্যালায়ের নবম শ্রেণির ছাত্রী

স্কুলছাত্রীর বরাত দিয়ে ইউপি সদস্য মোমেনুর কাদের বলেন, ছাত্রলীগ নেতা মিজানূর রহমান এক স্কুলছাত্রীর (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক করে। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা ওই ছাত্রীকে না জানিয়ে অনধিকার প্রবেশ করে তাদের ঘরে জোরপূর্বক স্কুলছাত্রীকে ধর্ষণ করে পরবর্তীতে স্কুলছাত্রীর ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে বাড়ীর ওয়াল টপকে পালনোর চেষ্টা কালে এলাকাবাসীর হাতে ধরা পরে।

পরবর্তীতে সমাজপতিদের গ্রাম্যসালিশে বিয়ের শর্তে ছাত্রলীগ নেতার আত্নীয় জৈনক আনোয়ার হোসেনের হেফাজতে তুলে দেন ।

এর পর থেকে ছাত্রীলীগ নেতার পরিবার টালবাহানা শুরু করে।

ধর্ষিতা স্কুলছাত্রী (১৬) জানান, ছাত্রলীগ নেতা মিজানূর রহমানের সাথে আমরা ছয়মাস যাবৎ প্রেমের সম্পর্ক। সে বিয়ের প্রলোভনে আমার

সাথে একাধিকবার শারিরিক সম্পর্ক করেছে এখন সে আমাকে বিয়ে না করলে আত্নহত্যা ছাড়া আমার আর কোন রাস্তা থাকবে না।

এলাকাবাসি জানান, প্রেমের সম্পর্ক গড়ার পরও বারবার অনুরোধ সত্ত্বেও ওই ছাত্রলীগ নেতা মিজানূর বিয়েতে রাজি হচ্ছে না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, স্কুলছাত্রী ধর্ষণের খবর শুনে একজন অফিসারকে পাঠানো হয়েছে। এবিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *