সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া

ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী ড. মিজানুর রহমান শেলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএসএমএমইউ ভিসি অধ্যাপক কনক কান্তি বড়–য়া জানিয়েছেন মিজানুর রহমান শেলী কিডনি, হার্ট, লাং ও মস্তিষ্কের বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি অসুস্থ হলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার তাকে স্কয়ার হাসপাতাল থেকে বিএসএমএমইউ আইসিইউতে নিয়ে আসা হয়। ড. মিজানুর রহমান শেলী বাংলাদেশ এবং পাকিস্তান উভয় সরকারের আমলা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ বিভাগের পরিচালক ছিলেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি সরকারের টেকনোক্রেট মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *