ঈদের দিনে হাসপাতালে ২০৯৩ ডেঙ্গু রোগী ভর্তি, মারা গেছেন দুই জন

Slider টপ নিউজ সারাদেশ

ঢাকা: ঈদের দিনে সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৯৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। ঈদের দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন।

আর চলতি বছর ১ জানুয়ারি থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৩ হাজারের বেশি রোগী। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৩ হাজার ২২৫ জন।

বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ঢাকায় বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৪২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৫১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৫, মিটফোর্ড হাসপাতালে ৭০, ঢাকা শিশু হাসপাতালে ৩০, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৬২, বিএসএমএমইউতে ২৮, পুলিশ হাসপাতাল রাজারবাগে ২৯, মুগদা হাসপাতালে ১১৯, বিজিবি হাসপাতাল পিলখানায় ৪, সম্মলিত সামরিক হাসপাতালে ১৭ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *