ভারতীয় মিডিয়ার খবর লাদাখের বিপরীতে যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান

Slider টপ নিউজ সারাবিশ্ব

ডেস্ক:ভারতীয় মিডিয়ার দাবি, কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে লাদাখের সম্মুখ ঘাঁটিগুলোতে সরঞ্জাম বৃদ্ধি করছে পাকিস্তানি বাহিনী। অনলাইন টাইমস অব ইন্ডিয়া ও জি নিউজ জানাচ্ছে, লাদাখের কাছে স্কারদু এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান।

পরিস্থিতিতে ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। এতে আরো বলা হয়, ইউনিয়ন টেরিটোরি অব লাদাখের ঠিক উল্টো পাশে স্কারদু বিমানঘাঁটিতে শনিবার পাকিস্তানি বিমান বাহিনীর তিনটি সি-১৩০ যুদ্ধবিমান ব্যবহার করা হয় ওইসব সরঞ্জাম আনা-নেয়ায়। বার্তা সংস্থা এএনআই সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, এ বিষয়ে অবহিত ভারতীয় এজেন্সিগুলো সীমান্ত এলাকায় পাকিস্তানিদের মুভমেন্টের ওপর কড়া নজর রেখেছে। ওই সূত্রগুলো বলেছেন, স্কারদু বিমানঘাঁটিতে পাকিস্তানিরা জেএফ-১৭ যুদ্ধবিমান এনে থাকতে পারে বলেই বেশি মনে হচ্ছে। যেসব সরঞ্জাম নেয়া হয়েছে ওই বিমান ঘাঁটিতে তা যুদ্ধবিমান অপারেশনে সহায়ক হতে পারে। এ সম্পর্কে অবহিত ভারতের বিমান বাহিনী ও সেনাবাহিনী।
তবে এ বিষয়ে পাকিস্তানের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *