পিরোজপুরে ৩টি ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ

Slider গ্রাম বাংলা

পিরোজপুরের ৩ উপজেলায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হল কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান, নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য, মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য মোতায়েন রয়েছে কেন্দ্র প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার ছাড়াও ৬ জন করে পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুুলিশের স্টাইকিং ফোর্স ২টি, পুুলিশের মোবাইল টিম ৯টি, র‌্যাবের মোবাইল টিম ১টি ও ২ প্লাটুন বিজিবিসহ ৫০০ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন রয়েছেন । কেন্দ্রের পরিবেশ সুষ্ঠুু রাখতে ৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কাউখালীতে চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি (জেপি) এলিজা সাঈদ (বাইসাইকলে), নজরুল ইসলাম (চশমা), গিয়াস উদ্দিন পলাশ (আনারস), এইচ এম রেজাউল করীম খোকন (মটর সাইকেল)। এ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি। এর মধ্যে সবকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮৪৪৭ জন ।

সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *