গাজীপুর: ২৭ ডিসেম্বর বুকের রক্ত দিয়ে হলেও খালেদা জিয়ার জনসভা প্রতিহত করা হবে বলে ঘোষনা দিয়েছে গাজীপুর জেলা যুবলীগ।
বুধবার(২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় গাজীপুর জেলা আওয়ামীলীগ কাযালয়ের সামনে বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের করা কটুক্তির প্রতিবাদে জেলা যুবলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা ওই হুসিয়ারী দেন।
গাজীপুর জেলা যুবলীগের সভাপতি এস এম আলতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল্লাহ খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সেলিম আজাদ, সাংগঠনিক সম্পদক বদিউল আলম বদি, গাজীপুর জেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া সাজু, গাজীপুর জেলা ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কামাল শেখ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ, কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল আসলাম রুবেল প্রমূখ।
বিক্ষোভ সমোবেশের আগে ও পরে শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।