রাজশাহীর গোদাগাড়ীর কামারপাড়া এলাকায় আম ভর্তি ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুই আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘনায় নিহত আম ব্যবসায়ীরা হলেন- যশোর জেলার ঝিকড়াগাছা উপজেলার বউখালী গ্রামের ফকির আহম্মদের ছেলে নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আজিজুর খানের ছেলে আইয়ুব খান (৫০)।
প্রত্যক্ষদর্শীর বরাতে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।