বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে: ইমাম

Slider খেলা

অসম্ভব সমীকরণের মুখোমুখি পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে টাইগারদের বিপক্ষে তুলে নিতে হবে ৩১৬ রানের বিশাল ব্যবধানের জয়। অর্থাৎ পাকিস্তান যদি ৪০০ রান করে তবে বাংলাদেশকে অলআউট করতে হবে মাত্র ৮৪ রানে! অথচ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোনো দলই এখন পর্যন্ত ২৯০ রানের বেশি ব্যবধানে হারেনি।

এ ব্যাপারে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আগে পাকিস্তান দলের তরুণ ওপেনার ইমাম-উল-হক বলেন, ‘সেমিফাইনালে না যাওয়া নিয়ে আমরা চিন্তা করছি না। শেষ চারে যাওয়ার লড়াইয়ে সর্বোচ্চটা দিয়েই খেলতে হবে। তবে যদিও এতে সম্ভব না হয় তাহলে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। ’

আসরে রাউন্ড রবিনে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *