বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময়ের হট নায়িকা। কিন্তু এখন আর তাকে অভিনয়ে তেমন দেখা যায় না। তবে এখন তিনি ব্যস্ত মেয়েদের পুনর্বাসনে।
জনপ্রিয় এই অভিনেত্রী করন সিং গিলকে বিয়ে করেছিলেন ২০০০ সালে। তবে সেই সেই সংসার টেকেনি। ২০০১ সালেই বিচ্ছেদ হয় তাদের।
এরপর আর বিয়ের পিঁড়িতে বসেননি মল্লিকা। বিবাহিত জীবনে এই অভিনেত্রীর কোনও সন্তান হয়নি।
সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন মল্লিকা। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় ‘একতা কাপুর, তুষার কাপুর, করন জোহর সারোগেসির সাহায্যে অভিভাবক হয়েছেন। আপনারও কি মা হওয়ার ইচ্ছা রয়েছে?
এর জবাবে মল্লিকা বলেন, “একদম নয়। শুধু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে, খেলতে ভাল লাগে। মা হওয়া অনেক বড় দায়িত্ব। সে সব আমার দ্বারা হবে না। ”
‘মার্ডার’-এর মল্লিকা আর এখনকার মল্লিকার মধ্যে কোনও তফাত আছে কি?
এর জবাবে মল্লিকা বলেন, “আমার কাছে মেন্টাল হ্যাপিনেস খুব জরুরি। আজ নয়, বহু বছর ধরে যোগাসন অভ্যেস করছি। এমন অনেক আসন করি, যাতে অসম্ভবকে সম্ভব করার সাহস পাওয়া যায়। খুশি থাকার আরও একটা বড় কারণ, দাদার ছেলে রণশের। খুব সুইট! ওকে নিয়ে এ বার কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম। ওর সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগে। ”