তানজিনা হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

Slider গ্রাম বাংলা

চক্ষু হাসপাতালের নার্স তানজিনা হত্যাকারীর ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিববার সকালে শহরের চৌরাস্তা মোড়ে বখাটে জীবনের ফাঁসির দাবিতে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে এলাকার তিন শতাধিক মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

বক্তারা বলেন, যৌন নির্যাতনের প্রতিবাদ করতেই জীবনকে শাসন করেছিল তানজিনা। এরই জেরেই জীবন নার্স তানজিনাকে ছুরিকাঘাত করে হত্যা করে।

অবিলম্বে দ্রুত বিচার আইনে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা।
পরে বখাটে জীবনের কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে শহরে বিক্ষোভ মিছিল বের করে ডিসি অফিস ঘেরাও করে তানজিনা হত্যার প্রতিবাদকারীরা।

গত ২০ জুন সকালে বাড়ি থেকে রেব হয়ে কর্মস্থলে যাওয়ার পথে বখাটে জীবন পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে।

এতে গুরুতর জখম হয় তানজিনা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানজিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *