চাষিদের ঘাম কানাকড়ি দাম
জুটে না তাদের রুটিরুজি,
ফসলের হাটে মহাজন হাঁটে
চাষিরা হারায় মূল পুঁজি।
পানতা ও নুনে পল গুনেগুনে
দুবেলা দুমুঠো পায় খেতে,
তবু নেই খেদ ঠেলে দেয় মেদ
আশার দোয়ারে বুক পেতে।
সোনা ফলা দেশ দেখে অনিমেষ
পারে না ফলাতে সেই সোনা,
যদিও এ মাটি সোনা থেকে খাঁটি
হয় না সে খাঁটি বীজ বোনা।
নেই সে বলদ গোড়ায় গলদ
ডিজিটাল ছোঁয়া পায় চাষ,
হালে যায় টাকা বীজে পুঁজি ফাঁকা
সেঁচের যোগান গলে ফাঁস।
রচনাঃ ২৪ জুন, ২০১৯।