পাকিস্তানকে ৪ মাসের আল্টিমেটাম আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ’র

Slider বিচিত্র

পাকিস্তানকে কড়া সতর্কবার্তা দিল ফিন্সাসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স(FATF)। তাদের মাটিতে কার্যকলাপ চালানো জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্টোবরের মধ্যে অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলেছে তারা, নাহলে পাকিস্তানকে (Pakistan)কালো তালিকায় ফেলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ভারতীয় কূটনৈতিক মহলের ঊর্ধ্বতন সূত্র মারফৎ এমনটাই জানা গেছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানকে উদ্ধার করতে নেমেছে চীন, তবে তাদের দেওয়া চরম সতর্কবার্তার বিরোধিতা করেনি চীন।

সন্ত্রাসে অর্থ জোগানো এবং আর্থিক তছরূপের ক্ষেত্রে অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জন্য পাকিস্তানকে (Pakistan) “ধূসর তালিকায়” রেখেছে তারা। যদি, পাকিস্তান ফিন্সাসিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) ঘোষিত কালো তালিকায় চলে যায়, তাহলে বিশ্বব্যাপী চরম চাপে পড়ে যাবে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় চলে যাবে তারা।

একটি বিবৃতিতে এফএটিএফ বলেছে, “২০১৯-এর অক্টোবর মধ্যে তাদের সমস্ত অ্যাকশন প্ল্যান শেষ করার জন্য পাকিস্তানকে বলা হচ্ছে, শেষ অ্যাকশন প্ল্যান প্রায় শেষ হতে চলেছে”।

তারা আরও জানিয়েছে, “নাহলে উপযুক্ত অগ্রগতি না হওয়ায় পরের পদক্ষেপ ঠিক করবে এফএটিএফ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *