অস্ট্রেলিয়ার বিপক্ষে সাইফকে নিয়ে শঙ্কা

Slider খেলা

সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার আগে বাংলাদেশের কোনো স্বস্তি নেই! সে কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পরও সেলিব্রেশন করেননি মাশরাফিরা। আজ বৃহস্পতিবার টাইগারদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। ম্যাচটিকে মরণ লড়াই হিসেবেই নিয়েছে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। পিঠের চোটে এই ম্যাচে মোহাম্মদ সাইফ উদ্দিনের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এই টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সাইফ টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছিলেন। ৪ ম্যাচে ৯টি উইকেট পাওয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা এই অফ স্পিনিং অলরাউন্ডারের ইনজুরি টাইগারদের জন্য বড় ধাক্কা।

এই পিঠের ব্যথার কারণে বুধবার ট্রেন্ট ব্রিজে দলের অনুশীলনেই আসেননি এই পেস বোলিং অলরাউন্ডার।
শেষ পর্যন্ত সাইফ না খেললে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পেতে পারেন রুবেল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *