স্কুল জীবনে প্রায় ২৫-৩০টা প্রেমপত্র লিখেছি: ডিভিলিয়ার্স

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

232427kalerkantho_pic

 

 

 

 

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ধ্বংসাত্মক ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই বোলারদের কাছে ত্রাস এই প্রোটিয়া ক্রিকেটার। এই মরশুমে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল-এ কার্যত হতাশ করেছে। প্লে-অফেই যেতে পারেনি গতবারের রানার্স টিম।

এসবরে মাঝেই এবিডি-র দেওয়া এক সাক্ষাৎকারে তার রোম্যান্টিক সত্ত্বা ফুটে উঠেছে। তিনি বলছেন, স্কুল জীবনে প্রচুর প্রেমপত্র লিখেছেন তিনি। কিন্তু এতটাই লাজুক ছিলেন যে, একটাও দিতে পারেননি পছন্দের মানুষদের।

ডিভিলিয়ার্স বলছেন, স্কুল জীবনে প্রায় ২৫-৩০টা প্রেমপত্র লিখেছি আমি। কিন্তু একটাও দিতে পারিনি তাদেরকে। বাড়ি গিয়ে ছাদে উঠে সেগুলো লুকিয়ে রাখতাম। সেগুলোতে অনেক ভালোবাসা ছিল। আসলে আমি একটু প্রেমিক প্রকৃতির ছিলাম। স্কুলে গিয়েই প্রেমপত্র লেখা শিখেছিলাম।

এবডি আরও বলেন, ওই প্রেমের চিঠি গুলো থেকে অভিজ্ঞতা নিয়েই এখন আমার স্ত্রী’কে লিখি। এখনও মনে আছে ও, ভারত থেকে দক্ষিণ আফ্রিকা যাচ্ছিল। আমি ওর পাসপোর্টে একটা চিঠি গুঁজে দিয়েছিলাম। পরে ওকে ফোনে টেক্সট করে জানাতে বলেছিলাম, ওর কেমন লাগল চিঠিটা পেয়ে।

এসব বলতে বলতেই হেসে ফেলেন এবিডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *