মেক্সিকো-১ক্যামেরুন -০

অর্থ ও বাণিজ্য খেলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

mexico_bg_175031462
ওয়ার্ল্ড কাপ ডেস্ক
গ্রাম বাংলা নিউজ২৪.কম

ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয়েছে ল্যাটিন আমেরিকার স্টাইলে ফুটবল খেলা মেক্সিকো এবং গতি ও শারীরিক সক্ষমতা ফুটবলের দেশ হিসেবে খ্যাত ক্যামেরুন।

স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ১০টায়) নাতালের এস্তাদিও দাস দুনাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দল দু’টি। শেষ খবর পাওয়া পযন্ত মেক্সিকো ১টি গোল দিয়েছে। আর ক্যামেরুন এখনো শুন্যের ঘরে।

ফুটবলে মেক্সিকোর ইতিহাস বলতে স্বাগতিক হয়ে ১৯৭০ ও ১৯৮৬ সালে কোয়ার্টার ফাইনালে ওঠা। এছাড়া ১৯৯৪, ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয়ে তাদের।

অপরদিকে, শুধুমাত্র ১৯৯০ সালে একবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে ‘আফ্রিকার অদম্য সিংহ’ ক্যামেরুন। আর ১৯৮২, ২৯৯৪, ২৯৯৮, ২০০২ ও ২০১০ সালে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয় দলটিকে।

তবে গ্রুপের অপর দুই দল ক্রোয়েশিয়া এবং ক্যামেরুনকে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের সঙ্গী হওয়ার আশা করছেন মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা।

মাঝ মাঠে কার্লোস পেনা এবং লুই মন্তেজের মত দুর্দান্ত খেলোয়াড় থাকায় তিনি বেশ আশাবাদী।

এদিকে ‘আফ্রিকার অদম্য সিংহ’ ক্যামেরুন দলকে নিয়ে অবশ্য খুব বেশি প্রত্যাশা করতে পারছেন না সংশ্লিষ্টরা।

ক্যামেরুনের সবচেয়ে বড় তারকা স্যামুয়েল ইতোকে কেন্দ্র করেই তাদের আক্রমণ সাজাতে হবে।

ক্যামেরুনের রক্ষণভাগ কিন্তু বেশি সমীহ জাগানোর মতো। তাদের সবচেয়ে বড় সুবিধা হলো গতি ও শারীরিক সক্ষমতা।

তবে খুব বড় ধরনের অঘটন না হলে এই খেলার ফলাফল মেক্সিকোর অনুকূলে যাওয়াটাই স্বাভাবিক।এরপরও দেশটির খেলোয়াড়রা তো প্রাণান্ত চেষ্টা চালিয়েই যাবেন।

মেক্সিকোর সম্ভাব্য একাদশ: ওচা (গোলরক্ষক), মরেনো, মারকুয়েজ (অধিনায়ক), রড্রিগেজ, গুয়ারদাদো, ভাজকুয়েজ, হেরেইরা, আগুইলার, জিওভান্নি দস সান্তোস, পেরাল্টা।

কোচ: মিগুয়েল হেরেইরা।

ক্যামেরুনের সম্ভাব্য একাদশ:
ইতানজিডি (গোলরক্ষক), চেডজো, ডিজেগুইয়ে, ’নকোলো,’মবিয়া, অ্যাসো একোত্তো, অ্যালেক্স সং, ইনো, ম্যাকউন, ইতো, আবুবকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *