লালমনিরহাটে প্রশিক্ষণ কর্মশালা

Slider গ্রাম বাংলা

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা প্রশাসন ও প্রধান মন্ত্রী কর্যালয়ের গভর্নেন্স ইনোভিশন ইউনিট এর যৌথ্য আয়োজনে গতকাল বুধবার সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ণ অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, ক্যাপ্টেন অব অজিজুল হক বীর প্রতিক। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। মূখ্য আলোচক ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জহুরুল ইসলাম।

কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, গণপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ ১শত প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন। প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারীরা ১০টি ভাগে বিভক্ত হয়ে এসডিজির ১৭টি অভীষ্ট বাস্তবায়নের সুপারশি পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *