ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই। বাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের সূত্র ধরে আগামী শনিবার তিনি আসবেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকায় তার পৌঁছার কথা রয়েছে।
জানা গেছে, ৩ দিনের ওই সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। সফর শেষে ২৯ ডিসেম্বর দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ধারাবাহিক সরকারকে যে গুটিকয়েক দেশ সমর্থন দিয়েছে তার মধ্যে চীন অন্যতম। এমনকি ক্ষমতাগ্রহণের ৫ মাসের মাথায় প্রধানমন্ত্রী চীন সফর করেন। সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী লি খ সিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ৫টি চুক্তিতে সই করেন। যা নির্বাচন পরবর্তী সরকারের ভীতকে মজবুত করে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর পর দেশটির প্রধানমন্ত্রীর ঢাকা সফরের কথা রয়েছে বলেও ওই সূত্রটি জানায়।