কলকাতা: ভারতীয় বায়ু সেনার একটি বিমান সাতদিন আগে নিখোঁজ হয়েছে। এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায় নি। এই সাতদিনে বায়ূসেনার সমস্ত ধরণের বিমান দিয়ে খোঁজ চালানো হয়েছে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরপরে স্থলপথে অরুণাচল প্রদেশের বিভিন্ন পাহাড়ে পাঠানো হয়েছে অভিযাত্রী দল। তারাও এখন পর্যন্ত কোনও খোঁজ দিতে পারেনি। এবার বায়ুসেনার পক্ষ থেকে বিমানটির খোঁজ দিতে পারলে ৫ লাখ রুপি পুরস্কার ঘোষনা করা হয়েছে। গত শনিবারই বায়ুসেনার প্রধান শিলচরের বায়ুসেনার ঘাঁটিতে বিমানটির খোঁজে কি ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যালোচনা করেছেন। জানা গেছে, গত ৩ জুন সোমবার দুপুর ১২টা ২৫ মিনিট নাগাদ অসমের জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে অরুণাচল প্রদেশের মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা দিয়েছিল আন্তোনভ এএন-৩২ বিমানটি।
সেখানে চিন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডে নামার কথা ছিল সেটির।
দুপুর ১টা নাগাদ শেষ বার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। তার পর আর খোঁজ মেলেনি। বিমানটিতে আটজন ক্রু ও পাঁচ জন যাত্রী ছিলেন। নিখোঁজ বিমানটির সন্ধানে সুখোই ৩০ ও সি-১৩০ বিমানসহ স্পাই বিমানকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। নয় বছর আগেও মেচুকা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল এএন-৩২ মডেলের এই পণ্যবাহী বিমান। রাশিয়ার তৈরি এই বিমানের ২০১৬ সালেও একবার ভেঙে পড়ার নজীর রয়েছে। এছাড়া ২০১৬ সালে জুলাই মাসে রহস্যজনক ভাবে আন্তোনভ এএন-৩২ বিমানের নিখোঁজ হওয়ার রেকর্ড রয়েছে। সেবার চেন্নাই থেকে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান-নিকোবর যাওয়ার পথে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিমানটির। ওই বিমানে ২৯ জন ছিলেন। বহু তল্লাশির পরও সেই বিমানের কোনও হদিশ আজও মেলেনি। পাওয়া যায়নি ধ্বংসাবশেষও।