লক্ষ্মীপুরে অবিলম্বে মেঘনা নদীতে বাঁধের দাবিতে বাজারে বাজারে ৩ দিন ব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার দুপুর ২ টা থেকে ‘কমলনগর রামগতি বাঁচাও’ মঞ্চের উদ্যোগে কমলনগরের লরেন্স বাজারে বিশাল বিক্ষোভ মিছিল পূর্বক এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হোসেন আহমেদ, অ্যাড. ফখরুল আলম নাহিদ, সমাজসেবক আবুল কাশেম মাস্টার, ব্যাংকার নুর মোহাম্মদ ও কমলনগর রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক ও সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ানসহ মঞ্চের সংগঠক বৃন্দ।
বক্তারা সরকারের নিকট দ্রুত নদী বাঁধসহ বর্ষার আগে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন এর ক্ষয়-ক্ষতি কমিয়ে আনার দাবি জানান।
একই দাবিতে শনিবার রামগতির তিনটি বাজারে বিক্ষোভ ও রবিবার সকালে কমলনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে বলে জানান নেতারা।