মঈন খানের বাসায় কূটনীতিকদের নৈশভোজ

Slider রাজনীতি


ঢাকা: বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সম্মানে নৈশভোজ আয়োজন করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ঈদের দিন সন্ধ্যায় তার গুলশানের বাসায় পারিবারিক পরিবেশে এ নৈশভোজের আয়োজন করা হয়। রাত সাড়ে দশটার পর কূটনীতিকদের এ মিলনমেলা শেষ হয়। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, নৈশভোজে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার, জার্মানি, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ডেনমার্ক ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত এবং জাপান, ইইউ’র ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও হেড অব ডিফিআইডি, ইউএসএইড এর ভারপ্রাপ্ত প্রধান অংশগ্রহণ করেন।

বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, মঈন খানের বাসায় প্রতিবছর অন্তত তিনবার কূটনীতিকদের এ ধরনের আপ্যায়ন করা হয়। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখে এ আয়োজন করা হয়। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে প্রায় প্রতি ঈদেই কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। গত বছর থেকে দলটির নেতারা এ আয়োজন করেননি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *