আমি নিরপেক্ষ নই : তথ্যমন্ত্রী

জাতীয়

enuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আমি নিরপেক্ষ নই। আমি মুক্তিযুদ্ধ ও সাম্যের পক্ষে। আর এটুকু পক্ষপাতিত্ব থাকবেই।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফরিদুর রেজা সাগরের লেখা বই বাংলা টেলিভিশনের ৫০ বছর-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘টেলিভিশন ছাড়া আমরা অপূর্ণ। কারণ এই টেলিভিশনের মাধ্যমেই আমরা আমাদের ইতিহাস ও অনেক কিছু জানতে পারি। আর বাংলাদেশে বর্তমানে অনেক টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যম রয়েছে। কিন্তু এর মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন একটি ইতিহাস। তবে এটি আমি স্বীকার করি যে, বিটিভি আমলাতন্ত্র ও রাজনীতি দ্বারা প্রভাবিত। এটি বাংলাদেশের মানুষের টেলিভিশন। জনগণের কাছে এর দায়বদ্ধতা রয়েছে। তাই বিটিভিকে আমলাতন্ত্র ও রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য আমাদের সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।’

ইনু বলেন, ‘ভবিষ্যতে যে-কেউ এসে যেন আর বিটিভিতে ছড়ি ঘোরাতে না পারে, সেজন্য ভবিষ্যতে বিটিভির জনবল সংগ্রহে বিশেষ ক্যাডার নিয়োগ করা হবে। যাদের জ্ঞান, মেধা থাকবে তারাই শুধু এখানে আসতে পারবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, প্রযোজক মামুনুর রশীদসহ দেশের অনেক মিডিয়া ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *