রিবেল মনোয়ার : আমি প্রতিবছর কদম নিয়ে লিখি। খুব প্রিয় একটি ফুল। রাজধানীতে ঈদে থাকছি। রমনা, আমাদের ঢাকি ক্যাম্পাসে কদম ফুল দেখা মিললেও দলে দলে মিলে না। নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জসহ কিছু এলাকা, গাজিপুর , পূর্বাচল কান্ট্রি ক্লাব সহ, নরসিংদিতে বেশ কদম ফুলে দেখা মেলে। আজকে বিকেলে কদম ফুল দেখতে বের হবো।
জীবনে প্রকৃতি, কবিতা, ফুল বা একটু পাগলামি থাকলে মন্দ নয়।
এই কবিতাটি ভালো লাগলো
শ্রাবণী তুমি তখনও আমায় প্রাণেতে ভালোবেসো
—————————ড. সনজয় চক্রবর্তী
দিব তোমায় আমি প্রিয় কদম ফুল
কথা দাও শুধরে নেব যদি থাকে জীবনের কোন ভুল,
মেঘ-বালিকা হয়ে তুমি যদি বৃষ্টি দাও আমায়
ভালোবাসা দিতে পারি তোমায় সমুদ্র সমান,
এই বর্ষাতেই তোমার হাতে দিব কদম ফুল
আর কখনো বুঝিয়োনা আমায় তুমি ভুল।
নীল আকাশের চোখ বেয়ে মেঘের বক্ষ চিরে
কদম ফুল দেখে আজ যেন অঝরে বৃষ্টি ঝরে –
কদম দেখে বৃষ্টি ঝরছে নাকি বৃষ্টিতে ফুটছে কদম
এটি আর ভাববোনা আজ ফুটেইতো আছো এখন,
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছো কদম ফুল
আমি এখন ভাবছি শুধু জীবন মানেই কি শুধু ভুল।
নব বর্ষার জলে যখন সুখের উল্লাসে হাসি
কদম ফুলের আড়ালে তোমায় কতই না ভালোবাসি,
সমাধির পাশে পুকুর পাড়ে কদম ফুল গাছ যেন থাকে
সেই পুকুরের পাড়ে তুমি নিত্য আসবে যাবে,
মরিবার পরে তুমি ফুল তুলিতে এসো
শ্রাবণী তুমি তখনও আমায় প্রাণেতে ভালোবেসো।
২ জুন, ২০১৯/ রবিবার