এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: সেতুমন্ত্রী

Slider জাতীয়

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা আগের বছরের তুলনায় স্বস্তি ও আরামদায়ক হবে। সড়কে কোথাও কোনো যানজট নেই। আশঙ্কাও নেই। তবে আজ থেকে গাড়ির চাপ বাড়বে।

শুক্রবার দুপুরে রাজধানীর গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনাল মোবাইল কোর্টে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
সেতুমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিকপক্ষ এবং বিআরটিএ ভিজিলেন্স টিম, মোবাইল কোর্ট কাজ করে যাচ্ছে যেন ঈদে মানুষ ভালোভাবে বাড়ি ফিরতে পারে। সড়কে যাতে যানজট না হয় সেজন্য গাড়ি চালকদের দায়িত্ব বেশি রয়েছে। চালকরা যাতে অধৈর্য না হন, রমজানের সংযম যেন সড়কে গাড়ি চালনার ক্ষেত্রে ধরে রাখেন সেজন্য মালিকপক্ষের উচিত চালকদের কাউন্সেলিং করা।

তিনি বলেন, পরিবহনে চাঁদাবাজি ঠেঁকাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। চাঁদাবাজি হলে আমাদের র‌্যাব, পুলিশ, মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিমকে জানান যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
চাঁদাবাজি হলে প্রয়োজনে আমাকে জানান ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *