হাতীবান্ধায় নির্মাণের ৫ মাসেই ভেঙ্গে গেল পানি নিস্কাশন ড্রেন

Slider রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা রেলওয়ে প্লাটফর্মের পুর্ব পাশে পানি নিস্কাশনের জন্য নির্মিত আরসিসি ড্রেনটি নির্মাণের ৫ মাসের মধ্যে সামান্য বৃষ্টিতে ভেঙ্গে গেছে।

৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে লোকাল গভর্ন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় এ কাজটি বাস্তবায়ন করেন সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ।

এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের কাজের ফলে নির্মাণের ৫ মাসের মধ্যে ড্রেনটি ভেঙ্গে গেছে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি হলেই হাতীবান্ধা রেলওয়ে ষ্টেশন এলাকায় জলবন্ধতার সৃষ্টি হয়।

এ থেকে পরিত্রানের জন্য ওই এলাকায় ২০১৭-১৮ অর্থ বছরে লোকাল গভর্ন্যান্স সাপোট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর আওতায় আরসিসি ড্রেনটি নিমার্ণের উদ্দ্যোগ নেয়া হয়।

৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে ড্রেনটি নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ।

এলাকাবাসীর অভিযোগ, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ড্রেনটি নির্মাণ হয়। ড্রেন নির্মাণে নিম্নমানে ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়েছে। ফলে ড্রেনটি নির্মাণের ৫ মাসের মধ্যে গত কয়েক দিনের সামান্য বৃষ্টিতে ভেঙ্গে গেছে। এতে রেলওয়ে ষ্টেশন এলাকায় আবারও জলবন্ধতা সৃষ্টি হতে পারে।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ওই ড্রেনটি ইউনিয়ন পরিষদ থেকে এলজিএসপি’র আওতায় বাস্তবায়ন করা হয়েছে। বন্যার কারণে ড্রেনটি ভেঙ্গে গেছে।

প্রজেক্টের সিকিউরিটি টাকা জমা আছে। ওই টাকা দিয়ে ড্রেনটি আবারও পুর্ণ মেরামত করা হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *