একদিনের ম্যাচেও সাকিবের উন্নতি

খেলা

image_166121.shakib_al_hassan_lewd_gestureসাকিব আল হাসান পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডারদের দ্বিতীয় স্থানে উঠে এসে। পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে রবিবার আইসিসি নতুন র‌্যাংকিং প্রকাশিত করে।

ওয়ানডের অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট এখন ৪০৩। হাফিজের রেটিং পয়েন্ট কমে এখন হয়েছে ৩৯৭। অন্যদিকে ৪০৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ নৈপুন্য দেখিয়ে টেস্ট ও টি২০ অলরাউন্ডারদের র‌্যেংকিং এ শীর্ষস্থানে উঠে আসে সাকিব আল হাসান।

ওয়ানডে র‌্যেংকিংয়ে আর একধাপ এগিয়ে শীর্ষে উঠলে তিন ফরম্যাটের ক্রিকেটেই অলরাউন্ডারদের তালিকায় একাই শীর্ষে উঠে ক্রিকেটে ইতিহাসে অনন্য এক স্থাপন করতে পারবেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *