কুমিল্লার বুড়িচংয়ে নয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে কবির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কবির হোসেন মনিপুর গ্রামের মৃত মো. আবদুল আজিজের ছেলে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেছেন।
সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার মনিপুর আন্দিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের বাড়িতে দশ বছর ধরে ভাড়ায় থাকতেন রংপুরের এক ভ্যান চালক। প্রতিদিনের মতো তিনি সকালে ভ্যান নিয়ে বেরিয়ে যান। বাড়িতে তার নয় বছরের কন্যা শিশুসহ আরো দুই শিশু ছিল।
এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মাদক ব্যবসায়ী কবির হোসেন ওই শিশুকে ধর্ষণ করে।
পরে ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কবির হোসেনকে বাড়ির পাশ থেকে আটক করে গণধোলাই দেয়। পরে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ শাহীন কাদিরের নিকট সোপর্দ করে।
বুড়িচং থানার ওসি আনোয়ারুল হক জানান, ধর্ষক পুলিশ হেফাজতে রয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেল কলেজে পাঠানো হবে।