চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান বোঝায় নসিমন উল্টে ৩ শ্রমিক নিহত ও ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪মে) রাত সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মোংলার ছেলে মোজাম্মেল হক (৬০), একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও আবদুল মান্নানের ছেলে আবদুর রাকিব (৩০)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জসিম উদ্দীন জানান, রাত ৯টার দিকে ধান বোঝায় একটি নসিমন যোগে বাড়ি ফিরছিল শ্রমিকরা। এসময় নসিমনটি পিড়াশন নামক স্থানে একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল হক।
পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।