ঢাকা:শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘ফণী’। বর্তমানে দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর (৩ নম্বর) স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত রয়েছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিকাল ৪টার পর আশ্রয় কেন্দ্র থেকে সকলকে নিজ নিজ বাড়িতে ফিরে যেতে বলা হয়েছে।
আজ শনিবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের জামালপুর ও জামালপুরের আশপাশে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যেই এটি ভারতের আসামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
আজ শনিবার সকালে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চল এবং এর পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ফণী। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে প্রবেশের আগ থেকেই বিভিন্ন জেলা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।