আজ সুন্দরবন যাচ্ছে জাতিসংঘ প্রতিনিধি দল

জাতীয়

shশ্যালা নদীর আশপাশের বনের অবস্থা সরেজমিনে দেখতে জাতিসংঘের উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল আজ রবিবার সুন্দরবন সফরে যাচ্ছেন। এই প্রতিনিধি দল ৪-৫ দিন সরেজমিন পরির্দশন ও নানা বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।

শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও আমীর হোসাইন চৌধুরী একথা জানিয়েছেন। ডিএফও জানান, সুন্দরবনের দীর্ঘস্থায়ী ক্ষয়ক্ষতি নিরুপন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কতোদিন সময়ের প্রয়োজন সে বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্বের সঙ্গে নেবে সরকার।
সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ হওযায় বন বিভাগ কোনও ঝুঁকি রাজি নয় বলেও জানান তিনি।

ডিএফও জানান, ডলফিন সুন্দরবন ছেড়ে যায়নি। ডলফিনগুলো এখন শ্যালা নদীর ভাটিতে দল বেঁধে আশ্রয় নিয়েছে। জেলেরা শ্যালা নদীতে ডলফিন দেখতে পাচ্ছে। শ্যালা নদীর ভাসমান তেল অপসারণ ও উজানে বঙ্গোপসাগরে তেল ভেসে যাওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিধায় এখনও পুরোপুরি অভয়াশ্রমে ফিরে আসেনি সব ডলফিন।
তিনি জানান, লোকালয়ের সাধারণ মানুষ ও জেলে-বনজীবীরা সনাতন পদ্ধতিতে এখনও গাছে লেগে থাকা এবং ভাসমান তেল সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবারও এক হাজার ৪০০ লিটার তেল সংগ্রহ করা হয়েছে। খবর বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *