ময়মনসিংহের ভালুকায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক জেলেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার ধামশুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধামশুর গ্রামের বিদ্যুৎ চন্দ্র বর্মণের মেয়েকে ওই এলাকার নিতাই চন্দ্র মণ্ডলের ছেলে হেমেন্ত চন্দ্র মণ্ডল (৫২) মিথ্যা কথা বলে তার বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই মেয়ের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়।
পরে পুলিশ ওই ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ভালুকা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে ওই জেলেকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় রাখা হয়েছে।