জেলা সংবাদদাতা
গ্রাম বাংলা নিউজ২৪.কম
নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বন্ধুর।নিহতরা হলেন, নেত্রকোনা পৌর এলাকার কাটলী মহল্লার জসিমের ছেলে শিপুল (১৮) ও সামছু মিয়ার ছেলে ফরিদ (২০) ও সানি (১৯)।
এদের মধ্যে সানি ঢাকার বেসরকারি নর্দান ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র।তার পিতা নেত্রকোনা পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নান খান আরজু।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নাগড়া আনসার ভিডিপি অফিস সংলগ্ন এলাকায় ট্রাক চাপায় আহত হন মোটরসাইকেল আরোহী সানি, ফরিদ ও শিপলু।
মুমূর্ষু অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্রাক আটক করে ভাঙচুর করে জ্বালিয়ে দেয় স্থানীয়রা। পাশাপাশি আটক করা হয় চালককে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।
নেত্রকোনা মডেল থানার এসআই (উপপরিদর্শক) আল মামুন জানান, মোটরসাইকেলে করে সানিসহ তিনজন শহরে ঘুরছিলেন। সন্ধ্যায় ওই এলাকায় ময়মনসিংহগামী মালবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।
তিনি আরও জানান, জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার জাকির হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ১০টায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।