মেয়েদের জিনস-মোবাইল নিষিদ্ধে ফতোয়া

নারী ও শিশু
image_165707.jeans-woman-655x360মেয়েদের জিনস ও মোবাইল ব্যবহার নিষিদ্ধে ফতোয়া জারি করেছে ভারতের বিহারের এক গ্রাম পঞ্চায়েত। তাদের দাবি, মোবাইল ও জিনসই মেয়েদের বিপথে নিয়ে যাচ্ছে। সংস্কার ভুলে উচ্ছন্নে যাচ্ছে তারা।
বিডিও কর্মকর্তা জিতেন্দ্র কুমার জানান, হাতুয়া ব্লকের সিংহ পঞ্চায়েতের সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে হাজির ছিলেন গ্রামের মুখিয়া কৃষ্ণ চৌধুরী ও সরপঞ্জ বিনয় কুমার শ্রীবাস্তব৷ সরপঞ্জের বক্তব্য, ‘পাশ্চাত্য প্রভাব থেকে মেয়েদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদেরকে দেশের ঐতিহ্যবহন করতে হবে। ভারতীদের মতো জীবনধারণ করতে হবে। এতেই সকলের মঙ্গল।’
পঞ্চায়েত জানায়, নিজেদের এলাকার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে এই নিয়ম কার্যকর করা হবে। ন্যদিকে, মুখিয়া কৃষ্ণ চৌধুরী বলেন, জিনস, ট্রাউজার ও মোবাইল ফোন মেয়েদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এগুলি মেয়েদের মানসিক ও শারীরিক দিক থেকে প্রভাবিত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *