হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোপালরায় পঞ্চপথী উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য ম্যানেজিং কমিটি নির্বাচন-২০১৯ (১০এপ্রিল) বুধবার অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে নির্বাচিত হয়েছেন, (১১৫ ভোটে নির্বাচিত),আইয়ুব আলী,(১১৪ভোটে নির্বাচিত),শাহাব উদ্দিন(৯৫ ভোটে নির্বাচিত), আফাজ উদ্দিন,(৭৭ভোটে নির্বাচিত) আপিজার রহমান।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, মো: জাকির হোসেন কালীগঞ্জ উপজেলা একাডেমি শিক্ষা অফিসার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতার জন্য ধন্যবাদ।