সুনামগঞ্জ সীমান্তে শীর্ষ চোরাচালানি আটক

সারাদেশ

48201_greসুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় কয়েকজন বাংলাদেশি চোরাচালানিকে ধাওয়া করেছে ভারতীয় সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

এ সময় আব্দুল আজিজ (৪০) নামে এক শীর্ষ চোরাচালানিকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার দুপুরে বোগলা সীমান্তে এ ঘটনা ঘটে।

আটক আব্দুল আজিজ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

জানা গেছে, আন্তর্জাতিক সীমানা পিলার ১২৩০ এর সাব-পিলার ৭ এস বোগলাবাজার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ ধাওয়া করে একদল চোরাচালানিদের। এ সময় সবাই দেশের ভূখণ্ডে পালিয়ে আসার সময় আব্দুল আজিজকে আটক করে বিজিবি।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মুহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *