বোরকা পরিহিত কলেজছাত্রীকে বের করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

1413623020.

গ্রাম বাংলা ডেস্ক: গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মহিলা কলেজে বোরকা পরিধান করার অপরাধে কলেজ থেকে ছাত্বের করে দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ শনিবার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের মহিলা কলেজ মোড়ে সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে শতাধিক অভিভাবকসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে অভিযুক্ত অধ্যক্ষের বিচার ও অপসারণ দাবি করে বক্তব্য রাখেন অভিভাবক বদরুল আলম, মোনতাছের রহমান, ছারোয়ার হোসেন, সাজেদুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচি চলাকালে কিছু সময়ের জন্য মহিমাগঞ্জ- গোবিন্দগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বোরকা পরে কলেজে আসার অপরাধে ওই কলেজের অধ্যক্ষ বোরকা পরিহিত ছাত্রীদের গালিগালাজ করেন। এ সময় এক ছাত্রী এর প্রতিবাদ করলে তাকে কলেজ থেকে বের করে দেয়া হয়। গত শুক্রবার এ সংবাদ দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *