বরিশাল থেকে ঢাকায় আসছে ভারতীয় পর্যটকবাহী জাহাজ

Slider বিচিত্র

বরিশাল নদীবন্দর থেকে রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে ভারতীয় পর্যটকবাহী জাহাজ ‘আর.ভি বেঙ্গল গঙ্গা’। পর্যটকবাহী জাহাজটি চাঁদপুর ও নারায়ণগঞ্জে যাত্রাবিরতির কথা রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরিশাল নদীবন্দর থেকে জাহাজটি যাত্রা করে।

আগামী ৮ই এপ্রিল ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে বিভিন্ন দেশের নাগরিকসহ ১৯ জনের পর্যটকবাহী দলটি।

জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে কলকাতা থেকে জাহাজটি বরিশাল নৌ-বন্দরে পৌঁছায়। এসময় পর্যটকদের স্বাগত জানান BIWTA-এর কর্মকর্তারা।

জাহাজের যাত্রীরা জানান, নদীপথের যাত্রা তারা উপভোগ করেছেন।

বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ জীবনযাত্রা তাদের কাছে বেশি ভালো লেগেছে।
এর আগে গত ২৯ শে মার্চ দুপুর সাড়ে ১২টায় কলকাতার খিরিদপুর থেকে লন্ডন, আমেরিকা, ইতালি ও অস্ট্রেলিয়ার নাগরিকসহ ১৯ জন পর্যটক নিয়ে জাহাজটি যাত্রা করে পিরোজপুরে এসে যাত্রাবিরতি দেয়। পরে সেখান থেকে বরিশালে পৌঁছায়। আগামী ৮ই এপ্রিল ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে জাহাজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *